মোহালিতে পাঞ্জাব-চেন্নাই মহারণ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, মোহালি - মঙ্গলবার ১৮তম আইপিএলে ডাবল হেডার ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত ৪ টি ম্যাচ খেলে মাত্র ১ টিতে জয় পেয়েছে সিএসকে। অন্যদিকে ৩ ম্যাচের মধ্যে ২ টি ম্যাচে জয়ের মুখ দেখেছে পাঞ্জাব। পাঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া চেন্নাই।
পাঞ্জাবের টিমকে বলাই চলে ‘মিনি অস্ট্রেলিয়া’। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জাভিয়ের বার্লেট, অ্যারন হার্ডি, জশ ইংলিশ মতো তাবড় তাবড় অস্ট্রেলিয়ানরা রয়েছে পাঞ্জাবে। আবার আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই, কিউই পেসার লকি ফার্গুসন, প্রোটিয়া বাঁ হাতি পেসার মার্কো জানসেনের মতো তারকারাও রয়েছে পাঞ্জাব কিংসে। গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কাঁধে রয়েছে পাঞ্জাবের দায়িত্ব।
ওপেনিংয়ে ঝড় তুলছেন রাচিন রবীন্দ্র। চেন্নাইয়ের ব্যাটন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই সবের মাঝে মূল আকর্ষণ ‘চিরযুবক’ মহেন্দ্র সিং ধোনি। যখনই মাঠে নামছেন তখনই যেন বাইশ গজে সাইক্লোন হচ্ছে। পাঞ্জাবের মাথাব্যথার কারণ হতে পারে চেন্নাইয়ের স্পিন ত্রয়ী অশ্বিন-জাডেজা-নুর। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ –
প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরব্রীত বার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ –
রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, শিবম দুবে, জেমি ওভারটন, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মাতিসা পাথিরানা