মোহালি সম্মুখসমরে পাঞ্জাব-রাজস্থান, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, মোহালি – শনিবার ১৮তম আইপিএলে ডাবল হেডার ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত চলতি আইপিএলে দুই ম্যাচ খেলে ২ টি ম্যাচেই জিতে ফাস্ট বয় পাঞ্জাব কিংস। ৩ ম্যাচ খেলে মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস।
পাঞ্জাবের টিমকে বলাই চলে ‘মিনি অস্ট্রেলিয়া’। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জাভিয়ের বার্লেট, অ্যারন হার্ডি, জশ ইংলিশ মতো তাবড় তাবড় অস্ট্রেলিয়ানরা রয়েছে পাঞ্জাবে। আবার আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই, কিউই পেসার লকি ফার্গুসন, প্রোটিয়া বাঁ হাতি পেসার মার্কো জানসেনের মতো তারকারাও রয়েছে পাঞ্জাব কিংসে। গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কাঁধে রয়েছে পাঞ্জাবের দায়িত্ব।
রাজস্থান রয়্যালসের একটা নেতিবাচক বিষয় ফিল্ডিং। তবে পজিটিভ দিক একমাত্র ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের বড় রান এবং লোয়ার অর্ডারে ধ্রুব জুরেলের ঝোড়ো ইনিংস। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ –
প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরব্রীত বার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ -
যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, সঞ্জু স্যামসন (ইমপ্যাক্ট প্লেয়ার)