News details

image

Rabi Mondal / 18 November, 2024

পুষ্পা ২ ট্রেলার লঞ্চে বিপত্তি, চরম বিশৃঙ্খলা পাটনায়

নিজস্ব প্রতিনিধি, বিহার - পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। রবিবার পাটনার গান্ধী ময়দানে ‘পুষ্পা টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেই অভিনেতা অভিনেত্রীকে দেখতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ভেঙে যায় ব্যারিকেড। তার পরই লাঠি চার্জ করতে হয় পুলিশকে।

 

সূত্রের খবর, ১৭ নভেম্বর বিহারের পাটনার গান্ধী ময়দানে ‘পুষ্পা টু’ ট্রেলার লঞ্চ হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা অভিনেত্রী আল্লু অর্জুন ও রস্মিকা মন্দানা। তাঁদের দেখতে সকাল থেকে ভিড় জমতে থাকে গান্ধী ময়দান চত্বরে।এক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অল্লু-রশ্মিকাকে একবার দেখার জন্য সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়ে দর্শকরা।উপস্থিত ভক্তদের মধ্যে কিছু মানুষ ব্যারিকেট ভেঙে তারকাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। বাধা দিতে চাইলে হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। জুতো, স্লিপার ছুড়তে শুরু করে।এরপরেই মঞ্চ থেকেই বেরিয়ে যান অল্লু-রশ্মিকারা।  

 

পরিস্থিতি বেগতিক দেখে মাঠে নামে বিরাট পুলিশ বাহিনি। লাঠিচার্জ করে শেষমেশ থামানো হয় উত্তেজিত জনতাকে। এই ঘটনা প্রসঙ্গে পাটনার সিনিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ রাজিব মিশ্র বলেন, ‘‘সকলের উপর লাঠিচার্জ করেনি পুলিশ। যাঁরা ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁদেরই সরিয়ে দেওয়া হয়েছে।’’