News details

image

Rabi Mondal / 06 December, 2024

নতুন বছরে ভারতে আসছেন পুতিন    

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – নতুন বছরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। যদিও কোন সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট আসবেন, তা জানানো হয়নি। 

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, “গতবারের বার্ষিক সম্মেলন হয়েছিল মস্কোয়। তাতে যোগ দিতে মস্কোয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আগামী বছরের বার্ষিক সম্মেলন হবে ভারতে। বার্ষিক সম্মেলনে আমরা রাশিয়ার সঙ্গে মিলিত হব। কোন সময় হবে, তা কূটনৈতিক স্তরে আলোচনার পর ঠিক হবে।“

উল্লেখ্য, বৃহস্পতিবার মোদি সরকারের ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পুতিন। ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়েও উচ্ছ্বসিত হতে দেখা যায় তাঁকে। ভারতে বিনিয়োগ করতেও প্রস্তুত পুতিন। এই পরিস্থিতিতে পুতিনের ভারত সফরের দিকে লক্ষ্য বিশ্বের রাজনৈতিক মহলের।