হোম গ্রাউন্ডে দিল্লির মুখোমুখি আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু – ১৮তম আইপিএলে বৃহস্পতিবারে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত ৩ টি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। ৩ টি ম্যাচেই জয় পেয়েছে তাঁরা। ৪ টি ম্যাচ খেলে ৩ টি ম্যাচে জয়ের মুখ দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরসিবির অধিনায়কের দায়িত্বে রজত পাতিদার। আরসিবির হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাইটদের বিরুদ্ধে তাণ্ডব চালানো ফিল সল্ট ও রজত পাতিদারকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে লেগ স্পিনার সূয়াশ শর্মাকে। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারও রয়েছেন। যদিও প্রথম ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। দীর্ঘ সময় ধরে দিল্লি ক্যাপিটালসে খেলছেন তিনি। দিল্লি টিমে ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সব মিলিয়ে এ বার অনেক গোছানো দল গড়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ –
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মা, টিম ডেভিড, সূয়াশ শর্মা, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ –
জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার