News details

image

Rabi Mondal / 18 November, 2024

নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্রে, না ফেরার দেশে চলে গেলেন পথের পাঁচালি খ্যাত উমা দাশগুপ্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র 'দুর্গা’ আর নেই ।না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। অবশেষে সোমবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমাদেবী।

 

বাঙালির হৃদয়জুড়ে আজও রয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালির সেই ছোট্ট অপু দুর্গা। সোমবার সকালে না ফেরার দেশে চলে গেলেন সেই দুর্গা। এদিন সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। উমা দাশগুপ্তর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর প্রতিবেশী অভিনেতা, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উমা দাশগুপ্ত। 

 

প্রসঙ্গত, শৈশব থেকেই থিয়েটার করতেন অভিনেত্রী। তিনি যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই মানিকবাবু খুঁজে পেয়েছিলেন তাঁর দুর্গা উমা দাশগুপ্তকে। পরবর্তীতে হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ করেছিলেন উমা দাশগুপ্ত। তবে ধীরে ধীরে চলে গেছিলেন লাইম লাইটের অন্তরালে।

 

চলতি বছরের মার্চ মাসে উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়। এই খবর রটে যেতেই শোরগোল পড়ে যায়। এবার সেই খবর সত্যি করে চলে গেলেন তিনি। এদিন প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি জানান, 'উমাদির মেয়ে মায়ের ফ্ল্যাটে এসেছিল। আমি তখন অ্যাসেম্বলি যাব বলে বেরচ্ছিলাম। তখনই উমাদির মেয়ে বলল, মা আজ চলে গেল।'