নাম না করে হিন্দুত্ব নিয়ে বিজেপিকে খোঁচা আরএসএস প্রধানের
নিজস্ব প্রতিনিধি, পুনে – সবে মাত্র শেষ হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এরপরই পুনেতে সংঘের এক অনুষ্ঠানে নাম না করে হিন্দুত্ব নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
আরএসএস প্রধান বলেন, আচমকা বেশ কিছু নেতা হিন্দু সম্প্রদায়ের নেতা বলে নিজেদের প্রচার করছেন। তাঁদের সকলকে সবাধান করে দেন মোহন ভাগবত। রামমন্দির তৈরির পরে যেভাবে মসজিদের নিচে মন্দির খোঁজার কাজ শুরু করেছে বিজেপি, তাতে রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন আরএসএস প্রধান।
প্রধান মোহন ভাগবত জানান, “অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ দেশজুড়ে মসজিদের নিচে মন্দির খোঁজা শুরু করেছেন। এই কাজ অত্যন্ত গর্হিত এবং সম্প্রীতি বিরোধী।“
উল্লেখ্য, সম্প্রতি ‘আর রাম মন্দির-বাবরি মসজিদের মতো ইস্যু চাই না’। উঠতি হিন্দু নেতাদের ‘বিশ্বগুরু ভারত’ শীর্ষক এক অনুষ্ঠানে গিয়ে বার্তা দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
এদিন আরএসএস প্রধান জানান, “রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। হিন্দুরা চেয়ে ছিলেন মন্দির নির্মাণ হোক। রাম মন্দির নির্মাণ তাই জরুরি ছিল। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনও জায়গা নিয়ে এই ধরণের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না। রাম মন্দির-বাবরি মসজিদের মতো ইস্যু আর চাই না।“