ইডেনে রাহানে-পন্থ দৌরাত্ম্য, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মঙ্গলবার ১৮তম আইপিএলে ডাবল হেডার ম্যাচ। ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত চলতি আইপিএলে দু দলই ৪ টি করে ম্যাচ খেলেছে। আর ২ টি করে ম্যাচেই জয় ও হারের মুখ দেখেছে দু দল।
চোটের জন্য একাধিক পেসার ছিটকে গিয়েছেন লখনউ শিবির থেকে। এর জেরে বেশ অস্বস্তিতে লখনউ। চোটের জন্য ছিটকে গিয়েছেন বাঁ হাতি পেসার মহসিন। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। চোট রয়েছে আবেশ খান এবং পেসার মায়াঙ্ক যাদবের। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেছে লখনউ। তবে পন্থের অফ ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লখনউ শিবিরের।
প্রতি ম্যাচের মতো এ ম্যাচেও অভিজ্ঞতার উপরেই ভরসা রাখবে কেকেআর। ওপেনিংয়ে দেখা যেতে পারে কুইন্টন ডি’কক ও অজিঙ্ক রাহানেকে। এরপর একে একে মাঠে নামবেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল। বরুণ চক্রবর্তীর ঘূর্ণি দেখার অপেক্ষায় নাইটরা। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ –
কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী, আজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ –
যুবরাজ চৌধুরি, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক), নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, রাজবর্ধন হাঙ্গারকেকর, রবি বিষ্ণোই, শেমার জোসেফ