হকার উচ্ছেদ ঘিরে রেল অবরোধ বিরাটিতে
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - রেলের হকার উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি বিরাটি স্টেশনে। প্রতিবাদে রেল অবরোধও করেন হকাররা। দাঁড়িয়ে পড়ে হাবড়া লোকাল। যার কারণে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় স্টেশন চত্বরে।
স্টেশনের পাশে হকার উচ্ছেদের জন্য আগেই নোটিস দেওয়া হয়েছিল রেলের তরফে। সেই অনুযায়ী রবিবার সকালে দোকানগুলো ভাঙার কাজ শুরু হয়। তা দেখেই প্রতিবাদ জানাতে থাকেন হকাররা। পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। তার পরও দোকান ভাঙার কাজ না থামায় বিরাটে স্টেশনে রেল অবরোধ শুরু হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে হাবড়া লোকাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। তবে বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
এই বিষয়ে এক হকার জানান , "এই দোকানকে কেন্দ্র করে আমাদের সবার সংসার চলে। এটা ভেঙে দিলে সব হারাব আমরা। আমাদের সংসার চলবে কী করে? আমাদের কিছু ব্যবস্থা করে দিতে হবে নয়তো দোকান ভাঙা যাবে না। "