উড়ালপুল বা আন্ডারগ্রাউন্ডের দাবি জানিয়ে রেললাইন অবরোধ পূর্ব বর্ধমানে
নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - একাধিক দাবি জানিয়ে বুধবার সকালে রেল অবরোধ। এর জেরে বেশ কিছুক্ষণ আটকে রইল বেশ কিছু ট্রেনও। উড়ালপুল বা আন্ডার গ্রাউন্ড চালু করার দাবিতে বুধবার কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকায় রেল অবরোধ করে সাধারণ মানুষ।
কাটোয়া থেকে আজিমগঞ্জ যাবার পথে রেললাইনে উড়ালপুল বা আন্ডারগ্রাউন্ড নেই। রেল লাইনের উপর প্রাণ হাতে করে পেরোতে হয়। তাই এবার উড়ালপুল বা আন্ডারগ্রাউন্ডের দাবিতে রেললাইন অবরোধ করেন এলাকার মানুষ। যার জেরে আটকে থাকে একাধিক ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ।
অবরোধকারীদের দাবী, এই বিষয় গুলি জানিয়ে রেল দফতরের কাছে বারবার আবেদন করা হয়েছে। একাধিকবার রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। রেল দপ্তর আশ্বাস দিলেও দীর্ঘ একবছরে সেই দাবি পূরণ হয়নি। সেই কারণে বুধবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। যার জেরে অসুবিধায় পড়েন নিত্য যাত্রীরা।