বৃষ্টির পূর্বাভাস বাংলায়! বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিদায় নিচ্ছে শীত। শুরু হচ্ছে বসন্তের। কিন্তু তার আগেই ভিজল বাংলা। বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের কারণে মঙ্গলবার রাত থেকে বিরাট পরিবর্তন হয়েছে আবহাওয়ার। খড়্গপুর সহ পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে বিপরীত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে। জানা যাচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলেভাগে টেনে নিচ্ছে তৈরি হওয়া ঘুর্ণাবর্ত। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমী বায়ু রয়েছে। যা জলীয় বাষ্পকে টেনে দক্ষিণবঙ্গের বাতাসে প্রবেশ করাচ্ছে। আর সেই কারণেই বাংলার একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু কিছু জেলায় ঝড় হতে পারে বলেও ইঙ্গিত। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় একেবারে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হুগলি, দুই ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস।
বুধবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা । বিকেলে কিংবা সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া সহ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চল ও সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।