গাব্বায় বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে গেল প্রথম দিনের ম্যাচ
নিজস্ব প্রতিনিধি, গাব্বা – বর্ডার গাভস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টির ভ্রুকুটি। প্রবল বৃষ্টির জেরে ভেস্তে গেল গাব্বা টেস্টের প্রথম দিনের ম্যাচ। প্রথম দিনে ম্যাচ গড়াল মাত্র ১৩.২ ওভার। আগামী ৫ দিন গাব্বায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হয়তো ভেস্তে যেতে পারে গাব্বা টেস্ট।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গাব্বায় দ্বিতীয় দিন ৪৬ শতাংশ, তৃতীয় ও চতুর্থ দিনে ৬৭ শতাংশ এবং পঞ্চম দিনে ৫৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাব্বা টেস্টের প্রথম দিন প্রথম সেশনে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে খেলা। মধ্যাহ্নভোজের পর পুরোপুরি খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়ার।
আম্পায়ার জানান, দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে। অর্থাৎ, গাব্বা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী, ৫টা ২০ মিনিটে। যদিও দ্বিতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিনের শেষে ১৩.২ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ২৮ রান। ক্রিজে রয়েছেন দুই ওপেনার উসমান খোয়াজা (১৯) এবং নাথান ম্যাকসুইনি (৪)।