বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্ট ড্র
নিজস্ব প্রতিনিধি, গাব্বা – বর্ডার গাভস্কার ট্রফির তৃতীয় টেস্টের পঞ্চম দিনেও বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ ম্যাচ বন্ধ থাকে। শেষ পর্যন্ত গাব্বা টেস্ট ড্র ঘোষণা করে দেন আম্পায়ররা। দু দলই সিরিজ সমতায় রেখে বক্সিং ডে টেস্টে নামবে। তৃতীয় টেস্টের পর বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল ১-১। চতুর্থ টেস্ট হবে মেলবোর্নে।
পঞ্চম দিন ৪.৫ ওভারের মধ্যেই অলআউট হয়ে যায় রোহিত বাহিনী। ২৬০ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৫৪ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২৭৫ রান। কিন্তু বৃষ্টির জন্য ২.১ ওভারে ৮ রানে ম্যাচ থামাতে হয়। এরপর আর ম্যাচ এগোনো সম্ভব হয়নি।
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় টেস্টের চতুর্থ দিনে কোনওক্রমে ফলো অন থেকে বাঁচায় ভারত। টিম ইন্ডিয়ার নৈতিক জয় বলাই চলে। শেষবেলায় মরণপণ লড়াই করেন জাসপ্রীত বুমরা ও আকাশ দীপ। চতুর্থ দিনের শেষে ৭৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে রোহিত বাহিনী।
যশস্বী জয়সওয়াল ৪(২) রান, শুভমন গিল ১(৩) রান, বিরাট কোহলি ৩(১৬) রান, ঋষভ পন্থ ৯(১২) রান, অধিনায়ক রোহিত শর্মা ১০(২৭) রান তুলে সাজঘরে ফেরেন। লোকেশ রাহুলের অবদান ৮৪(১৩৯) রান। রবীন্দ্র জাডেজা ১২৩ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন। শেষবেলায় জাসপ্রীত বুমরা ১০ রান ও আকাশ দীপ ৩১ রান তোলেন।
অজিদের হয়ে মিচেল স্টার্ক ৩ টি, জশ হ্যাজেলউড ১ টি, ট্র্যাভিস হেড ১ টি, নাথান লায়ন ১ টি ও প্যাট কামিন্স ৪ টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অজি শিবিরের দুই স্তম্ভ ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথ রীতিমতো শাসন করলেন ভারতীয় বোলারদের। কার্যত সিরাজ-জাডেজাদের নিয়ে ২২ গজে ছিনিমিনি খেললেন তাঁরা। ট্র্যাভিস হেড ১৬০ বলে ১৫২ রান এবং স্টিভ স্মিথ ১৯০ বলে ১০১ রান তোলেন। তাঁদের সাজঘরে ফেরান জাসপ্রীত বুমরা একাই।
সব মিলিয়ে মোট ৬ টি উইকেট নেন জাসপ্রীত বুমরা। এছাড়া ভারতের হয়ে উইকেট শিকার করেন মহম্মদ সিরাজ ২ টি, আকাশ দীপ ১ টি ও নিতিশ কুমার রেড্ডি ১ টি। প্রথম ইনিংসে ভারতের সামনে ৪৪৫ রান খাঁড়া করে কামিন্সরা। প্রথম দিনের শেষে ১৩.২ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২৮ রান। এরপরই খলনায়ক বৃষ্টির জন্য ভেস্তে যায় প্রথম দিনের ম্যাচ।