image

দেশ / 04 March, 2025

রামমন্দিরে গ্রেনেড হামলার ছক! গ্রেফতার আইএস-এর ১ জঙ্গি

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা - রামমন্দিরে গ্রেনেড হামলার ছক জঙ্গি সংগঠন 'ইসলামিক স্টেট'-এর। হামলার ষড়যন্ত্রে যোগ থাকার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে গুজরাত ও হরিয়ানা এসটিএফের যৌথবাহিনী। 

এসটিএফের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের নাম আবদুল রহমান। বয়স ১৯। অযোধ্যার মিল্কিপুরের বাসিন্দা। দশম শ্রেণি পাশ। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সে। ১০ মাস আগে আইএস-এর ইসলামিক স্টেট খুরাসান প্রোভিন্স (আইএসকেপি) জঙ্গি সংগঠনে যোগ দেয় সে। সেখানে অনলাইনে ট্রেনিং নেয়। মিল্কিপুরে একটি মাংসের দোকান রয়েছে তার। ই-রিক্সা চালায় অভিযুক্ত। 

সূত্রের খবর, অভিযুক্তের থেকে দুটি হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ চলাকালীন তদন্তকারীদের অভিযুক্ত জানিয়েছে, অযোধ্যায় রামমন্দিরে ও গুজরাতের সোমনাথ মন্দিরে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল তার। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ ও আইবি।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics