News details

image

Rabi Mondal / 08 December, 2024

৫ বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - পাঁচ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় শনিবার রাতে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত রানীপুর গ্রাম। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শিশুটির বাবা ও অন্য আত্মীয়েরা জঙ্গলের মধ্যে যুবককে হাতেনাতে ধরে ফেলেন। তাঁর হাত থেকে শিশুটিকে উদ্ধার করার পর যুবককে গণধোলাই দেওয়া হয়। অভিযুক্তের নাম টিটু বিত্তার।

সূত্রের খবর, ধান কাটা এবং অন্য কিছু কাজ করার জন্য কয়েকজন যুবক গতকাল বীরভূম থেকে বড়ঞা থানার রানীপুর গ্রামে এসেছিলেন। কিন্তু তাঁদের কাজ না হওয়ায় বিকেল নাগাদ একটি বাড়ির ছাদে বসে দুই বন্ধু গল্প করছিলেন। সেই সময়েই এক শ্রমিকের পাঁচ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। জঙ্গল থেকে শিশুটিকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় সেখানেই চিকিৎসাধীন শিশুটি। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যুবককে আটক করেছে। ধৃতের নাম টিটু বিত্তার। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আপাত ১ দিনের জেল হেফাজতে আছে অভিযুক্ত। সোমবার আদালতে তোলা হবে টিটুকে।