লটারি দূর্নীতিতে শহর জুড়ে ইডির অভিযান, খানা তল্লাশিতে নামলেন ইডি আধিকারিকরা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - একের পর এক দুর্নীতি নিয়ে উত্তাল শহর। এবার লটারি দূর্নীতি নিয়ে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৬০ হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির হদিস পেয়েছে ইডি। তার পরেই গত বৃহস্পতিবার থেকে শহরের বিভিন্ন জায়গায় খানা তল্লাশিতে নেমেছেন ইডির আধিকারিকরা। শুক্রবারও শহরের একাধিক জায়গায় রেট করল ইডি।
শুক্রবার সাতসকাল থেকেই তদন্তকারীদের কয়েকটি দল কলকাতার লেক মার্কেট এবং আরও একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, লেক মার্কেটের প্রিন্স গোলাম মহম্মদ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। এর আগেও বৃহস্পতিবার সল্টলেকের মহিষবাথান, উত্তর ২৪ পরগনার মাইকেল নগরসহ বিভিন্ন জায়গায় হানা দেয় ইডি।
প্রসঙ্গত, ২০২৪ সালে নির্বাচন কমিশন তথ্য প্রকাশ করে তাতে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠী কে নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে। কেরলের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামে এক পেপার লটারি ব্যবসায়ীর সংস্থা ফিউচার গেমিং। লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নম্বরের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত সামনে আনে ইডি। এরপর চলতি মাসের ২ তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় বৃহস্পতিবার থেকে অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারীদের বিশেষ দল।