News details

image

Rabi Mondal / 07 December, 2024

সিরিয়ার রাজধানী দখলের পথে বিদ্রোহী গোষ্ঠী  

নিজস্ব প্রতিনিধি, সিরিয়া - গৃহযুদ্ধের জেরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সিরিয়া। ঝরছে হাজার হাজার প্রাণ। চারিদিকে আর্তনাদ। সিরিয়ার রাজধানী দামাস্কাস দখলের পথে এগোচ্ছে বিদ্রোহী গোষ্ঠী। সেখানে প্রতিনিয়ত সিরিয়ার প্রেসিডেন্টের অনুগত বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠীর।

সূত্রের খবর, শনিবার বিদ্রোহীরা জানিয়েছে, দামাস্কাস ঘেরাও করার চেষ্টা চালাচ্ছে তারা। পাল্টা লড়াই করছে সেনা। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে শতাধিক মানুষের। উত্তর সিরিয়ায় ঘরছাড়া প্রায় ২ লক্ষ ৮০ হাজার মানুষ। প্রাণের বয়ে দেশ ছেড়ে পালাচ্ছে সিরিয়াবাসী।  

উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠীর। এই বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের সহযোগী জইশ আল ইজ্জা। গত সপ্তাহে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় হামলা চালিয়ে একটি বড় অংশ দখল করে নিয়েছে বিদ্রোহীরা।