image

দেশ / 01 February, 2025

বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড অর্থ বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – তৃতীয় মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র। গতবারের তুলনায় চলতি বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল ৯ শতাংশ। শনিবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন তিনি। 

বাজেটে প্রতিরক্ষা খাতে ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ২০২৪-২৫ অর্থবর্ষে ছিল ৬ লক্ষ ২১ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে ছিল ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা। এই অর্থ ব্যয় করা হবে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য।  
 
বরাদ্দ ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকার মধ্যে ভারতীয় সেনার আধুনিকীকরণে ব্যবহৃত হবে ১ কোটি ১৮ লক্ষ টাকা। নতুন ফাইটার জেট, রণতরী, সাবমেরিন, ট্যাঙ্ক, পদাতিক সেনার আগ্নেয়াস্ত্র, ড্রোন, রকেট এবং মিসাইলের জন্য ব্যয় করা হবে এই অর্থ। 

১ লক্ষ ৯২ হাজার কোটি টাকার মধ্যে বিমান এবং অ্যারো ইঞ্জিনের জন্য ৪৮ হাজার ৬১৪ কোটি টাকা, নৌসেনার যুদ্ধজাহাজের জন্য বরাদ্দের পরিমাণ ২৪ হাজার ৩৯০ কোটি টাকা। বেতন ও পেনশন সংক্রান্ত ব্যয় বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics