দুই বন্ধুর পুনর্মিলন, মোদিকে আলিঙ্গন করে 'বিশেষ' উপহার ট্রাম্পের
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের দরবারে 'প্রিয় বন্ধু' হিসেবে পরিচিত। দুই বন্ধুর পুনর্মিলন হয়েছে বৃহস্পতিবার। 'বন্ধু' মোদিকে আলিঙ্গন করে 'বিশেষ' উপহার দিলেন ট্রাম্প।
মোদিকে আলিঙ্গন করার পর করমর্দনের সময় ট্রাম্প বলেন, “তোমাকে মিস করেছি, প্রচণ্ড মিস করেছি। মোদি মহান নেতা। ভারতে দারুণ কাজ করছেন। আজ আমাদের মাঝে তাঁকে পাওয়াটা অত্যন্ত গৌরবের। বহুদিন ধরেই মোদি আমার খুব ভালো বন্ধু।”
মার্কিন মুলুকে ‘হাউডি মোদি’ এবং ভারতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের সময়ে তোলা ছবিগুলো একটি বই মোদিকে উপহার হিসাবে দিয়েছেন ট্রাম্প। ওই বইটির নাম ‘আওয়ার জার্নি টুগেদার’। বইয়ের প্রথম পাতায় সই করে ট্রাম্প লেখেন, "প্রাইম মিনিস্টার, আপনি মহান।"
উল্লেখ্য, দু দিনের ফ্রান্স সফর সেরে বুধবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন মোদি। স্থানীয় সময় অনুযায়ী, ভোর রাত নাগাদ ওয়াশিংটনের ডিসির বিমানবন্দরে পৌঁছন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মার্কিন আধিকারিক ও আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা।
বিমানবন্দরে মোদিকে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়ে ছিলেন প্রবাসী ভারতীয়রা। তাঁদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। আমেরিকা সফরে মোদির থাকার ব্যবস্থা করা হয়েছে ব্লেয়ার হাউসে। যা বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসেবে পরিচিত।