News details

image

Rabi Mondal / 21 December, 2024

ফের উর্ধ্বমুখী পারদ, ডিসেম্বরের শীতে বাধা বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - শুক্রবার রাত থেকে শহরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শনিবার দিনভর হবে বৃষ্টি। এর জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে বেশ খানিকটা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাবে একাধিক জেলায়।

 আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শনি ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের পর আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কতটা কমবে, তা নিয়ে সংশয় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে বৃষ্টি না হলেও চেনা শীতের দেখা মিলবে না। শীতের আমেজ থাকবে। তবে তাপমাত্রার পারদ খুব বেশি নামবে না। 

 বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে দুই জেলাতে। দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি অন্যান্য কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। তার জেরে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। সেই সঙ্গে ফের একবার তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে।