কেষ্টপুরে পথ দুর্ঘটনা, মৃত ১
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - সরু রাস্তা, আবার তার ওপরেই পানীয় জলের কাজ হচ্ছে। যার জেরে ভাঙা হয়েছে রাস্তা। এবার তার কারণেই নালায় পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম সঞ্জয় সরকার, বয়স ৪০। ঘটনাটি ঘটেছে কেষ্টপুর এলাকায়।
সূত্রের খবর, বিধাননগর পৌর নিগমের পরিশোধিত পানীয় জলের কাজ চলায় রাস্তা খোলা হয়েছিল। এবার সেই রাস্তাতেই ঘটল দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে জগৎপুরের দিক থেকে কেষ্টপুর জোড়া খানার দিকে আসছিলেন পূর্বাশার বাসিন্দা সঞ্জয়। কিন্তু রাস্তা সরু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যান তিনি। যার জেরে মৃত্যু হয় সঞ্জয়ের।
শুক্রবার ভোরের দিকে নালায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। তারপর পুলিশ এসে দেহ উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর আরজি কর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্যে।