News details

image

Rabi Mondal / 04 December, 2024

পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - পাকা রাস্তার দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার রানিবাঁধ ব্লকের রাজাকাটা গ্রাম পঞ্চায়েতের ভুড়কুড়া গ্রামের বাসিন্দারা। খাতড়া রানীবাঁধ রাজ্য সড়কের উপর ভুড়কুড়া মোড় এলাকায় প্রায় দুঘণ্টারও বেশি সময় ধরে চলে পথ অবরোধ। অবশেষে পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তবে তাদের দাবি না মানা হলে আগামী দিনে ফের পথ অবরোধে নামবেন বলে জানিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, রানীবাঁধ ব্লকের রাজাকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার খাতড়া রানিবাঁধ এস এইচ রোড থেকে বামশিনি গ্রাম পর্যন্ত পথশ্রী প্রকল্পে এক কিলোমিটার রাস্তা তৈরীর কাজ চলছে। সেই রাস্তা তৈরির কাজ জোরপূর্বক আটকে দিয়েছে ঐ গ্রামেরই বেশ কয়েকজন বাসিন্দা। ওই বাসিন্দাদের দাবি তাদের নিজেদের জায়গার উপর রাস্তা তৈরি হচ্ছে এই দাবি করে। তাই দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ রয়েছে ওই রাস্তার কাজ। সে কারণে রাস্তা তৈরির কাজে যাতে ফের শুরু হয় তাই পথ অবরোধ করেন অন্যান্য গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান দীর্ঘ কয়েক দশক ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন ভুড়কুড়া গ্রামের বাসিন্দারা। বেশ কয়েকবার পঞ্চায়েত উদ্যোগে রাস্তা মেরামতও হয়েছে। তাই অবিলম্বে ওই রাস্তা পথশ্রী প্রকল্পে যে ঢালাই রাস্তা করা হচ্ছে তার শেষ করতে দেওয়া হোক। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রানীবাঁধ ব্লকের জয়েন্ট বিডিও সহ রানিবান থানার পুলিশ আধিকারিকরা। তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

পথ অবরোধ নিয়ে গ্রামবাসীরা বলেন, "এই রাস্তা দিয়ে মেন রাস্তা যোগ হয়। এর আগে পঞ্চায়েত থেকে অনেকবার পথ সারিয়েছে তখন কেউ বাধা দেয়নি। এখন যেই পাকা রাস্তা হচ্ছে কয়েকজন নিজেদের জায়গা বলে রাস্তা হতে দিচ্ছে না। আমরা চাই এই রাস্তার কাজ তাড়াতাড়ি হোক। তাই আজকে আমরা সবাই এই অবরোধ করছি।"