রাস্তা সংস্করণের দাবিতে পথ অবরোধ, আটক ২
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - এলাকায় রাস্তা সংস্করণের দাবিতে অবরোধ রাজ্য সড়ক। বিনা অনুমতিতে পথ অবরোধের অভিযোগে আটক ২। ঘটনাস্থলে বিডিও, প্রশাসনিক আশ্বাসে পথ অবরোধ উঠলেও আগামী দিনে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং ব্লকের কাকরীবাড়ী সংশ্লিষ্ট সোনারি এলাকায়।
সূত্রের খবর, সোমবার সকালে কোচবিহার ২ নং ব্লকের কাকরীবাড়ী সংশ্লিষ্ট সোনারি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। তাঁরা জানান বহুদিন ধরে এলাকার বেহাল রাস্তা সংস্করণের জন্য প্রশাসনিক মহলে জানিও মেলেনি সুরাহা। তাই এদিন এই পথ অবরোধে সামিল হয়েছেন তাঁরা। তারা আরো অভিযোগ করেন রাস্তা তৈরীর শিলান্যাস করা হলেও রাস্তা সংস্কার করা হয়নি। তারা দাবী করেন প্রশাসনিক আধিকারিক না আসা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন।
এদিন এই পথ অবরোধের ঘটনার জেরে রাস্তার দুপাশে যানযট লেগে যায়। তবে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকা যানজট মুক্ত করেন। আটক করা হয় ২ জনকে। আগামী বর্ষার আগেই রাস্তা সংস্করণ হয়ে যাবে বলে আশ্বাস দেন প্রশাসনিক কর্মকর্তারা।
এই বিষয়ে স্থানীয় তৃণমূলের উপপ্রধান সুব্রত চাকদার বলেন, "WBSRDA এর পক্ষ থেকে রাস্তার সমীক্ষা করে গেছে। খুব দ্রুতই কাজ করা হবে। আগামী বর্ষার আগেই শেষ হবে সংস্করণের কাজ।"