News details

image

Rabi Mondal / 17 November, 2024

দিনের আলোয় সোনার দোকানে লুঠের চেষ্টা মুকুন্দপুরে, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দিনের আলোয় বাজারের মধ্যে সোনার দোকান লুঠের চেষ্টা।বাধা দিলে মালিকের গলায় কোপ বসালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কলকাতার মুকুন্দপুর এলাকায়। এই নিয়ে ফের প্রশ্ন উঠছে সুরক্ষা ব্যবস্থা নিয়ে। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার দীপঙ্কর পাল ও সাগর নামের দুই দুষ্কৃতী।

 

সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গীতাঞ্জলি জুয়েলার্স নামের ওই সোনার দোকানে ক্রেতা সেজে ভিতরে ঢোকে দীপঙ্কর ও সাগর। সেই সময় দোকানেই ছিলেন মালিক সঞ্জয় কুমার সরকার। দোকানে ঢোকার পরেই হঠাৎ ছুরি বের করে দুই দুষ্কৃতী। প্রথমেই এক দুষ্কৃতী সঞ্জয়ের গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয়। তারপর দোকানে থাকা সোনার গয়না লুঠের চেষ্টা করে। কিন্তু সাহসী সঞ্জয় পাল্টা বাধা দেন। সেই সময় হঠাৎই এক দুষ্কৃতী ছুরি দিয়ে সঞ্জয়ের গলায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে।কিন্তু এর মধ্যেও জাপটে ধরে রাখেন দুষ্কৃতীকে। ইতিমধ্যে আশেপাশের দোকানদার, স্থানীয়রা চেঁচামেচি শুনে ছুটে আসেন। তাঁরা এসে দুই দুষ্কৃতীকে ধরে ফেলেন। গুরুতর আহত সঞ্জয়কে দ্রুত আর এন টেগোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পূর্ব যাদবপুর থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় দীপঙ্কর ও সাগরকে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান দুষ্কৃতীরা কেউই এলাকার নয়।

 

 লুঠপাট নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, "আমরা মোড়ের মাথায় চা খাচ্ছিলাম। ও তো এলাকার ছেলে দেখি ওর গলা থেকে রক্ত বেরচ্ছে। তারপর একজন দিদি ছিলেন। তিনি গলায় রুমাল দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে গিয়েছে। দুজন দুষ্কৃতী ধরা পড়েছে।"