News details

image

Rabi Mondal / 24 November, 2024

ফিল্মি কায়দায় ডাকাতি, দেগঙ্গায় পরপর ২টি বাড়িতে লুঠ

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা – ফিল্মি কায়দায় ডাকাতি। একদিকে চলছে আলমারি ভেঙ্গে লুঠপাট আবার অপরদিকে বাড়ির মহিলা অসুস্থ হয়ে গেলে তাঁকে জল দিচ্ছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলাপুলে।

 

শনিবার সন্ধেবেলা বাইকে করে মুখ ঢেকে আসে ৮ জন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ চালায় পরপর ২টি বাড়িতে। এমনকি বাড়ির পুরুষদের হাত পা বেঁধে বোমের ভয় দেখিয়ে বসিয়ে রাখে ওই ডাকাতদল। সেইসঙ্গে মুখে কাপড় বেঁধে বাড়ির মহিলাদের আটক করে তারা। ২টি বাড়ি থেকে প্রায় ৪০ ভরি সোনা, ৩০ ভরি রূপা ও নগদ টাকা লুঠ করে চম্পট দেয় তারা। 

 

একদিকে যেমন বেপরোয়া ভাবে ভর সন্ধেবেলা ডাকাতির সাক্ষী ওই বাড়ির লোকেরা সেরকম ভাবেই ডাকাতদের অন্য চরিত্রও ফুটে উঠেছে তাঁদের সামনে। বাড়ির এক মহিলার আতঙ্কে শ্বাসকস্ট শুরু হলে তাঁকে জল দেয় দুষ্কৃতীরা সেইসঙ্গে মা বলেও সম্বোধন করে তারা। এই ঘটনায় শকের মধ্যে রয়েছে ওই ২ বাড়ির লোকেরা। পরবর্তীতে থানায় লিখিত রিপোর্ট জারি করেছেন তাঁরা।