News details

image

Rabi Mondal / 18 December, 2024

শ্লীলতাহানির ঘটনায় রনক্ষেত্র ময়নাগুড়ি, পুলিশের গাড়িতে আগুন - ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - রণক্ষেত্র ময়নাগুড়ি! দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে পথ অবরোধ করে স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ। ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল।

 সূত্রের খবর, মঙ্গলবার রাতে টিউশন পড়ে ফিরছিল দুই ছাত্রী। সেই সময় এলাকার দু-তিন জন ছেলে ওই ছাত্রীদের কটুক্তি করে। তাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় ওই দুই নাবালিকা এক যুবককে চিনতে পেরেছিল। বুধবার সকালে ওই যুবকের বাড়িতে যায় নাবালিকাদের বাড়ির লোক। কিন্তু ওই যুবক জানায়, সে কিছুই জানে না। সেখানে ছিলও না। এই নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, ছেলেটির বাড়ির লোকজন নাবালিকাদের বাড়ির লোকজনকে ঠেলাঠেলি করে। তাতেই অশান্তি বাড়ে। প্রতিবাদে ময়নাগুড়ি চ্যাংড়াবান্ধা এশিয়ান হাইওয়ে অবরোধ করে নাবালিকাদের পরিবার। দাবি তোলে, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।

 অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। অবরোধ তুলতে বললে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ঝামেলা শুরু হয়। কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি। পুলিশকে বেধড়ক মারা হয় বলেও অভিযোগ। রাস্তার ধারে একটি দোকানে প্রচুর কাচের বোতল রাখা ছিল। সেই বোতল পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ির এসপি উমেশ গণপত খণ্ডবহালে ও তাঁর টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করে। জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।