অভিনব মিছিলের ডাক এসএফআইয়ের, বিজেপি - তৃণমূলকে যোগ দেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ফের একবার সরব এসএফআই। এবার একাধিক দাবিতে আগামী ২৫শে মার্চ মঙ্গলবার যাদবপুর ৮বি থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তারা। এমনকি এই মিছিলে বিরোধী দলকেও যোগ দিতেও বলা হয়ছে দলের তরফে।
সোমবার সংবাদিক সম্মেলনে এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব বলেন, "স্লোগান রেখেছিলাম যে শিক্ষাকে পুনরুদ্ধার করো। ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি সেটা আমাদের সংযুক্ত রয়েছে। লেখাপড়ার অধিকার, নিরাপত্তার অধিকার, মত প্রকাশের এই কথাগুলোকে বলার জন্য অধিকার মিছিল সেটা ২৫শে মার্চ মঙ্গলবার যাদবপুর ৮বি থেকে গোলপার্ক পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটি অধিকার মিছিলের ডাক দিচ্ছি। পিন পয়েন্ট স্লোগান, আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার। ছাত্ররা তাদের ক্যাম্পাসের ভেতরে পড়াশোনা করার, কম খরচে পড়াশোনা করার, স্টাইপেন্ড পাওয়ার অধিকার, ক্য়াম্পাসে মত প্রকাশের জন্য অধিকার মিছিল।"
এদিন সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, "এসএফআই রাজ্য কমিটির ডাকে বেলা ৩টের সময় এই মিছিল শুরু হবে। সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অধ্যাপক , অন্যান্য ছাত্র সংগঠন, অধ্যাপকদের সংগঠন, এরকম বহু মানুষ এখনও বাংলায় রয়েছে যাঁরা পড়াশোনার এই সিস্টেম নিয়ে বিচলিত তাঁদেরকেও এই মিছিলে আমরা আসতে অনুরোধ করছি। তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত মানুষজন ঐক্য়বদ্ধ হয়ে লখিমপুরের ঘটনাকে সমর্থন করেন না, যারা যাদবপুরে ব্রাত্য বসুর নেতৃত্বে, ওমপ্রকাশ মিশ্রের নেতৃত্বে ছাত্রদের গাড়ি চাপা দেওয়াকে সমর্থন করেন না তারা সকলে আসুন। ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে একজোট হই।"