সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদে কলেজস্ট্রিটে বিক্ষোভ এসএফআইয়ের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - তিলোত্তমার ধর্ষণ ও খুন মামলায় ৯০ দিন পরেও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। যার কারণে জামিন পেয়েছে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল। এরপরেই শনিবার সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয় এসএফআই, কংগ্রেস ও এসইউসিআই।
"তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেবোনা" এই স্লোগান তুলে শনিবার বেলায় কলেজস্ট্রিটে মিছিল করে এসএফআই। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয় বিক্ষোভে। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে এসএফআই সদস্যদের। এরপর রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের একটাই দাবি, তিলোত্তমার প্রকৃত খুনিদের দ্রুত খুঁজে বের করতে হবে।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন বলেন, "বিচারের নামে প্রহসন হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে জামিন পেয়ে যাচ্ছে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলরা। এইসব উর্দিধারী ক্রিমিনালরা বেঁচে যাচ্ছে। দিনের পর দিন ভারতীয় বিচারব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা হারাচ্ছে। আর সিবিআই বসে আছে। ৯০ দিন হয়ে গেল তবুও চার্জশিট জমা দিতে পারল না। যার জন্যে বড়ো বড়ো দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে। এইভাবে প্রতিদিন বিচারের নামে প্রহসন হচ্ছে। তাই এই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমাদের।"