চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ এসইউসিআইয়ের
নিজস্ব প্রতিনিধি, বীরভূম - সিউড়িতে চাকরি বাতিল ইস্যুকে ঘিরে উত্তাল বিক্ষোভ। এসইউসিআই দলের নেতৃত্বে একাধিক প্রতিবাদী কর্মী জেলা শাসকের দফতর ঘেরাও করে আইন অমান্য কর্মসূচি চালায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে ইতিমধ্যে উত্তাল রাজ্য, রাজনীতি। একসঙ্গে এত সংখ্যক মানুষের চাকরি বাতিল হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে এসইউসিআই। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এইদিন বীরভূমের জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআইয়ের কর্মীরা। দফতরের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে অবিচার করা হচ্ছে এবং প্রশাসন এর দায় এড়াতে পারে না। বিক্ষোভকারীরা শুধু চাকরি বাতিল ইস্যুতেই সরব হননি, তাঁরা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন।
এই প্রসঙ্গে এসইউসির জেলা কমিটির সদস্য বিজয় কৃষ্ণ দলুই জানিয়েছেন, " আমাদের এই আইন অমান্য কর্মসূচি রাজ্যের প্রতিটি জেলায় সংগঠিত হচ্ছে। সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরোধিতা করছি এবং যোগ্য শিক্ষকদের যাতে চাকরি থাকে তার দাবি করছি। আর. জি. কর ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের এখনও কোনো শাস্তি হয়নি। ব্যাপক হারে জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে, জীবনদায়ী ঔষুধের দাম বৃদ্ধি হচ্ছে। এইগুলো সম্পূর্ণ জনবিরোধী। কেন্দ্র - রাজ্য উভয়েই সাম্প্রদায়িকতার রাজনীতি খেলে মানুষের মধ্যে বিভাজন এনে এদেশের সমস্ত আইন, সুযোগ - সুবিধা পুঁজিপতিদের স্বার্থে নিয়ে যাচ্ছে। এসবের বিরুদ্ধে আন্দোলনই হচ্ছে একমাত্র সমাধানের উপায়। তাই আমরা আন্দোলনে সংগঠিত হয়েছি। "
সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে তিনি বলেন, " আইনি ব্যবস্থা সম্পূর্ণ অন্ধের মতন বিচার করলো, এখানে বেশিরভাগ শিক্ষকই তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে, তাদের চাকরি যাওয়ার কথা না। রাজ্য ও কেন্দ্র সরকার মিলে বেশিরভাগ মানুষকে চাকরিহীন করে পথের ভিখারী করার জন্য এটা করেছে। যারা আসলেই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কোনো শাস্তি হলো না। এতে বিচারব্যবস্থার ওপর অবশ্যই প্রশ্ন তুলছি, কোন আইন বলে তারা এই ভাবে এতজনের চাকরি বাতিল করলো? ওভিয়ার বিচার থেকে ২৬ হাজার শিক্ষকের প্রতি অবিচার সবক্ষেত্রেই দেশের রায় মানুষের বিরুদ্ধে যাচ্ছে।"