বিপদমুক্ত সইফ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউড নবাব
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - কাগজপত্র সংক্রান্ত কিছু কাজ বাকি থাকায় মঙ্গলবার দুপুরে লীলাবতী হাসপাতাল থেকে ছুটি পেলেন বলিউড নবাব সইফ আলি খান। হামলার ৬ দিন পর অবশেষে বাড়ি ফিরলেন তিনি। তবে যে 'সদগুরু শরণ' আবাসনে হামলা হয়েছিল, সেখানে যাবেন না বলিউড নবাব। স্ত্রী, পুত্রদের নিয়ে বান্দ্রার ‘ফরচুন হাইটস’এ যাচ্ছেন তিনি। ২৪ ঘণ্টা এই আবাসনে মোতায়েন থাকবে নিরাপত্তারক্ষী।
কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে সইফকে। চিকিৎসকদের পরামর্শ, শুটিং, জিম একেবারে বাদ বলিউড নবাবের। হাসপাতালে সইফের সঙ্গে ছিলেন মা শর্মিলা ঠাকুর, স্ত্রী করিনা কপূর খান। বলিউড নবাবকে দেখতে গেছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত।
উল্লেখ্য, সইফ আলি খানের হামলাকারী একজন বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল অভিযুক্ত। বিস্ফোরক তথ্য প্রকাশ করে মুম্বই পুলিশ।
বুধবার ভোর ৪টে নাগাদ আচমকা বান্দ্রার সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের ১২ তলায় সইফের বাড়িতে ঢোকে আততায়ীরা। তখনই ঘুম ভেঙে যায় অভিনেতার। দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তি হয় বলিউডের নবাবের। সেই সময় সইফকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে দুষ্কৃতী। ছুরির আঘাতে গুরুতর আহত হন অভিনেতা। হাতে গলায় চোট পান সইফ। তৎক্ষণাৎ আহত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফকে।
হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তামানি জানান, সইফের শরীরে ৬ টি ক্ষত রয়েছে। তার মধ্যে ২ টি বেশ গভীর। এর মধ্যেই শিরদাঁড়ার কাছেও একটি ক্ষত আছে। একজন কসমেটির সার্জেন সহ চিকিৎসকদের একটি টিম সইফের অস্ত্রোপচার করে।