গুরুতর অসুস্থ সায়রা বানু, শারীরিক অবস্থা আশঙ্কাজনক
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী সায়রা বানু। বছরের শেষে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি। আবারও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন প্রয়াত দিলীপ কুমারের স্ত্রী। তাঁর হাঁটুতে দু’টি ব্লাড ক্লট ধরা পড়েছে। সায়রার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর, শারীরিক অবস্থা ভালো নেই সায়রা বানুর। বাড়িতে ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না তিনি। তবে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। আপাতত বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন সায়রা। অভিনেত্রীর অসুস্থতার কথা শুনে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুগামীরা।
১৯৬১ সালে মাত্র ১৭ বছর বয়সে শাম্মি কাপুরের বিপরীতে রোম্যান্টিক ক্লাসিক সিনেমা ‘জঙ্গলি’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সায়রা বানু। ১৯৬৬ সালের ১১ অক্টোবর বাইশ বছরের ছোটো সায়রার সঙ্গে বিয়ে করে ছিলেনন দিলীপ কুমার। তখন সায়রার বয়স ২২, দিলীপ কুমারের ৪৪। ২০২১ সালের ৭ জুলাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার।