News details

image

Rabi Mondal / 21 December, 2024

ভাইয়ের জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে করে হাজির সলমন 

নিজস্ব প্রতিনিধি, মুম্বই – লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান। একাধিকবার পেয়েছেন প্রাণনাশের হুমকি। তবুও নিজের কায়দাতেই চলাফেরা করছেন ভাইজান। এবার ভাইয়ের জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে করে হাজির হলেন তিনি।

ভাই সোহেল খানের জন্মদিনে কড়া নিরাপত্তার মধ্যে বুলেট প্রুফ গাড়িতে করে যান সলমন খান। কালো কাচের গাড়ির ভিতর থেকেই ভক্তদের সালাম জানান দাবাং কিং। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি উড়িয়ে ছবির শুটিং নিয়ে ব্যস্ত সলমন খান। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়িয়েছেন ভাইজানের। এরপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন তিনি। তাঁর বন্ধু বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর ভেঙে পড়েছিলেন সলমন। এরপর থেকে তাঁর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়।