‘কিং’ কোহলি তোমারে সালাম, ইডেনে বিরাটকে ষষ্ঠাঙ্গে প্রণাম ভক্তের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – তিনি এলেন, তাণ্ডব চালালেন, রাজকীয় জয় দেখালেন। এটাই তো তাঁর চিরাচরিত স্বভাব। ‘সাবালক’ (১৮তম) আইপিএলের উদ্বোধনী ম্যাচে নাইটদের ত্রাস হয়ে উঠলেন বিরাট কিং কোহলি। গড়লেন নয়া নজির। রেকর্ড তৈরি আর বিরাট কোহলি, যেন একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। এর মাঝেই ইডেনে বিরাটকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এক ভক্ত।
ক্রিকেটের নন্দনকাননের সঙ্গে বিরাট কোহলির একটা আলাদা কানেকশন রয়েছে। যতবারই ইডেনে ব্যাট হাতে নেমেছেন, প্রতিবারই স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন দর্শকদের। এবারও তার অন্যথা হয়নি। কিং কোহলির দাপট দেখার জন্য একেবারে প্রস্তুত ছিল ইডেন। বলাই বাহুল্য, বিরাট আবেগে ভাসল তিলোত্তমা। মাঠ দেখে বোঝার উপায় নেই যে ইডেন কেকেআরের হোম গ্রাউন্ড!
‘ভগবান’ বিরাটকে একবার চাক্ষুষ দেখার জন্য ইডেনে হাজির হয়েছিলেন হাজার হাজার কোহলি ভক্ত। তাঁদের মধ্যে একজন সোজা দৌড়ে ঢুকে পড়লেন মাঠের মধ্যে। তাঁর গায়ে আরসিবির জার্সি ছিল না। তবে তাঁর কপালে আরসিবির ফেট্টি ছিল। মনের অদম্য জেদ নিয়ে দৌড়ে একেবারে কোহলির পায়ে লুটিয়ে পড়েন তিনি। করেন ষষ্ঠাঙ্গে প্রণাম। তাঁকে বুকে জড়িয়েও ধরেন বিরাট রাজা। যদিও নিরাপত্তা রক্ষীরা বিরাট ভক্তকে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
ওপেন করতে নেমে বিরাট কোহলি চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ফিল সল্ট, রজত পাতিদাররা। ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন বিরাট ভক্তদের। তাঁর তাণ্ডবে নাস্তানাবুদ অবস্থা নাইটদের। ৫৯ রানের সুবাদে কেকেআরের বিরুদ্ধে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১০০০ রানের গণ্ডি টপকালেন বিরাট রাজা। এখানেই শেষ নয়। আইপিএলের ইতিহাসে ৪ টি দলের বিরুদ্ধে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান করলেন তিনি। কেকেআর ছাড়া দলগুলি হল - চেন্নাই, দিল্লি, পাঞ্জাব।