image

জেলা / 04 March, 2025

বর্ধমান জাতীয় সড়কে চলন্ত বালি বোঝাই লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা

 

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলন্ত বালি বোঝাই একটি লরির চাকা ফেটে আগুন ধরে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে একটি বালি বোঝাই লরি চুরুলিয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। হঠাৎই জাতীয় সড়কে আমরা মোড়ের কাছে লরির একটি চাকা ফেটে আগুন ধরে যায়। ঘটনাটি পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের চোখে পড়ার সঙ্গে সঙ্গে তারা জল ও বালি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছনোর আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছিল। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শক্তিগড় থানার পুলিশ। 

 

ঘটনাপ্রসঙ্গে লরির চালক জানিয়েছেন, গাড়ির স্পিড জোরে ছিল হঠাৎ নিচের চাকা বাস্ট করে আগুন লেগে যায়। পাশে হোটেলের পাইপ থেকে জল দিয়ে আগুন নেভানো হয়।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics