News details

image

Rabi Mondal / 17 November, 2024

পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি, সেই নিয়ে আবার মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন শওকত মোল্লা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে বললেন ভাঙ্গরের তৃণমূল নেতা শওকত মোল্লা। 

 

শনিবার চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে কৃষ্ণমাটিতে অনুষ্ঠিত হয় তৃণমূলের প্রতিবাদ সভা। তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই সভা ডাকে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ সভা মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গরের পর্যবেক্ষক শওকত মোল্লা সহ ভাঙ্গড় বিধানসভার একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে মন্তব্য করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন 'স্বাধীনতার পর কখনও দেখেছেন, ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে?' ' 

 

 

এদিন সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, "স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে।"