“ব্যঙ্গ মানুষের জীবনকে সমৃদ্ধ করে”, তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে মসকরা করে বিতর্কে জড়িয়েছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা। শিণ্ডেকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিবসেনা সমর্থকদের রোষানলের মুখে পড়েছেন তিনি। এই নিয়ে এক মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য, “ব্যঙ্গ মানুষের জীবনকে সমৃদ্ধ করে”।
ইনস্টাগ্রামে একটি কবিতা পোস্ট করেছিলেন রাজ্যসভার সাংসদ ইমরান। ওই কবিতাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। তার প্রেক্ষিতে এফআইআর দায়ের হয় গুজরাতের জামনগরে। সেই এফআইআর খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওখা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে কংগ্রেস সাংসদের মামলার শুনানি হয়।
দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ নেই। বরং গুজরাত পুলিশ যেভাবে অতি উৎসাহী হয়ে ব্যবস্থা নিয়েছে, তা নিন্দনীয়। সংবিধানের ১৯ (২) অনুচ্ছেদ কখনই ১৯ (১) অনুচ্ছেদে বর্ণিত অধিকারকে ছাপিয়ে যেতে পারে না।
বিচারপতির বেঞ্চ আরও বলেছে, “মুক্ত চিন্তা ও মত প্রকাশ একটি সুস্থ ও সভ্য সমাজের অবিচ্ছেদ্য অংশ। এর অভাবে সংবিধান অনুযায়ী মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। সাহিত্য, কবিতা, নাটক, শিল্প এবং ব্যঙ্গ-এগুলো মানুষের জীবনকে সমৃদ্ধ করে। যে কোনও সুস্থ গণতন্ত্রে ভিন্নমত থাকলে সেটা যুক্তি দিয়ে বিরোধিতা করা উচিত, দমনপীড়নের মাধ্যমে নয়। বাকস্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে আদালতকেই।“