ভারতীয়দের উপর ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের, তালিকায় পাকিস্তান-বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি, সৌদি আরব – সাময়িকভাবে ভিসা দেওয়া ১৪ টি দেশের নাগরিকদের উপর বন্ধ করল সৌদি আরব। এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলি। এই নিষেধাজ্ঞা জারি থাকবে জুনের মধ্যবর্তী সময় পর্যন্ত।
সৌদি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অস্থায়ীভাবে উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। কারণ হজের জন্য যথাযথ পদ্ধতিতে নাম নথিভুক্ত না করিয়ে অবৈধ ভাবে অংশ নেওয়া আটকানোর জন্য। এর ফলে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। বলে রাখা ভালো, গত বছর হজের সময় বিশৃঙ্খলার জেরে প্রাণ হারিয়েছিলেন ১২০০ জন মানুষ।
শুধু তাই নয়, কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবসা অথবা পারিবারিক ভিসা ব্যবহার করে এখানে এসে অনুমোদন না নিয়ে কাজ করা শুরু করেন। ফলে ভিসার আইন লঙ্ঘিত হয়। শ্রমের বাজারে বিশৃঙ্খলা দেখা দেয়।
সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে -
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, জর্ডন, আলজেরিয়া, টিউনিসিয়া, সুদান, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, মরক্কো ও ইয়েমেন।
এই ১৪ টি দেশের মধ্যে ইতিমধ্যেই যাঁরা উমরাহ ভিসা পেয়েছেন, তাঁরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।