News details

image

24 October, 2024

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের!

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করে এই দিন সৌগত রায় বলেন যে গণআন্দোলনের অভিজ্ঞতা ছাড়াই কিছু সাত্তান্বেষী, লোকজনের উস্কানিতে আন্দোলনটি অন্যভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার সাথে তিনি  এও বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে প্রথমবার বৈঠকের পর তাদের ধর্মঘটটি প্রত্যাহার করা উচিত ছিল। তার মতে জুনিয়র ডাক্তারদের অপরিণত বুদ্ধির কারণে এই আন্দোলনটি ভুল পথে চালিত হচ্ছে |