বেপরোয়া লরির ধাক্কায় আহত স্কুল ছাত্রী
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - টিউশন থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর জখম দশম শ্রেণীর স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে বলরামপুরের চকবাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, বলরামপুর থানার সর্দারডি গ্রামের বাসিন্দা অঞ্জলী সরেন। শনিবার দুপুর তিনটা নাগাদ টিউশন থেকে বাড়ি ফিরছিল সে। আচমকাই বলরামপুরের চকবাজার এলাকায় এক লরি এসে ধাক্কা মারে অঞ্জলীকে। তাঁর সহপাঠী এবং স্থানীয়রা তাকে দুর্ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে ।খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় অঞ্জলির দুটি পায়ের হাড় ভেঙে গিয়েছে। বাঁশগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন চিকিৎসক।পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার জন্য জামশেদপুরে নিয়ে যায়। দুর্ঘটনা গ্রস্ত লরিটি আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।