News details

image

Rabi Mondal / 21 December, 2024

দ্বিতীয় ৯/১১! রাশিয়ার ৬ টি বহুতলে ড্রোন হামলা ইউক্রেনের

নিজস্ব প্রতিনিধি, মস্কো - রাশিয়ার ৬ টি বহুতলে ড্রোন হামলা চালাল ইউক্রেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকায় হওয়া হামলার কথা মনে করিয়ে দিল ইউক্রেন সেনা। বলাই চলে, এ যেন ৯/১১-র পুনরাবৃত্তি। এদিন ইউক্রেনের এই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। 

সূত্রের খবর, শনিবার রাশিয়ার কাজান শহরে একসঙ্গে ৬ টি বহুতলে ৮ টি ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেন। কমলেভ অ্যাভিনিউ, ক্লারা জেটকিন স্ট্রিট, ইউকোজিনস্কায়া, খাদি তাকতাশ, ক্রাসনায়া পসিতসিয়ার ভবনগুলি ও ওরেনবার্গস্কি ট্র্যাক্ট স্ট্রিটের একটি বাড়িকে লক্ষ্য করেই প্রধানত হামলা চালানো হয়েছে। 

হামলার পরই বহুতলগুলি খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, বিমানবন্দর। এখনও পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি। হামলার জেরে ভূগর্ভস্থ সুড়ঙ্গে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এলাকাবাসী। হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাগুলিতে। 

প্রায় ৩ বছর আগে ‘যুদ্ধ’ শুরু করেছিল রাশিয়া। প্রথমে মনে করা হয়েছিল খুব সহজেই হয়তো জিতে যাবে মস্কো। কিন্তু রাশিয়ার থেকে তুলনামূলকভাবে কম শক্তিধর দেশ হলেও ছেড়ে দেওয়ার পাত্র নয় ইউক্রেন। দিনে দিনে পাশা পাল্টাতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ায় এমন হামলা চালানোর পর ইউক্রেনের জয়ের সম্ভাবনা আরও চওড়া হচ্ছে।