ছত্তিশগড়ে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, খতম মহিলা মাওবাদী কমান্ডার
নিজস্ব প্রতিনিধি, দান্তেওয়াড়া - চলতি বছরের শুরু থেকেই ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী। সোমবার সকালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। এনকাউন্টারে খতম মহিলা মাওবাদী কমান্ডার। মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে নিরাপত্তাবাহিনী খবর পায় বিজাপুর জেলার দান্তেওয়াড়ায় ছত্তিশগড়-কর্নাটক সীমান্তবর্তী জঙ্গলে ঘাঁটি গেড়েছে মাওবাদীরা। এরপরই সোমবার অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। শুরু হয় চিরুনি তল্লাশি অভিযান। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরেই গুলি চালায় মহিলা মাওবাদী কমান্ডার। পাল্টা নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় তাঁর। ওই মাওবাদীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ইনসাস রাইফেল সহ আরও বহু আগ্নেয়াস্ত্র।
সূত্রের খবর, মৃত মহিলা মাওবাদী কমান্ডারের নাম রেনুকা ওরফে বানু। তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার বাসিন্দা। দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন তিনি। মাওবাদীদের মিডিয়া সেলের ইনচার্জের দায়িত্বে ছিলেন রেনুকা।
উল্লেখ্য, দিন কয়েক আগে বস্তার রেঞ্জের পুলিশ ইন্সপেক্টর জেনারেল সুন্দরজ পি সাইড জানিয়েছিলেন, ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় মাওবাদীদের। সেই লড়াইয়ে মৃত্যু হয় ১৬ জ মাওবাদীর। মৃত মাওবাদীদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও অন্যান্য সামগ্রী। আহত হয়েছেন ২ জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছত্তিশগড়ের বস্তার বিভাগের বস্তার, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঙ্কের, নারায়ণপুর, কোন্ডাগাঁও এবং সুকমা পরিচিত মাওবাদী বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে। মাওবাদী বিরোধী অভিযানের জন্য এই এলাকায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার বাহিনী। নিরাপত্তা বাহিনী পূর্বের মাওবাদী নিয়ন্ত্রিত ৪ হাজার বর্গকিলোমিটার বনাঞ্চল সহ ছত্তিশগড় এবং মহারাষ্ট্র আবুজমাদ-এ ১৭ টি নতুন ক্যাম্প তৈরি করেছে।