চাঞ্চল্যকর রিপোর্ট, বাইজুসের ক্ষমতা ফিরে পেতে ঋণের তথ্য গোপন রবীন্দ্রণের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বাইজুসের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার বাইজু রবীন্দ্রণের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। তাঁর বিরুদ্ধে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। প্রতিবেদন অনুযায়ী, বাইজুসের ক্ষমতা ফিরে পেতে ঋণের তথ্য গোপন করেছিলেন বাইজু রবীন্দ্রণ।
বাইজু রবীন্দ্রণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মার্কিনদের কাছ থেকে ঋণ নেওয়া অর্থ ব্যবহার করে গোপনে একটি সফটওয়্যার সংস্থা কেনার চেষ্টা চালান। ব্লুমবার্গের দাবি, দেউলিয়া হয়ে যাওয়া বাইজুসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য অপচেষ্টা করেছেন তিনি।
উল্লেখ্য, বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করার অভিযোগের ভিত্তিতে তাদের ৯ হাজার কোটি টাকা জরিমানা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিল এডু-টেক সংস্থা বাইজুস।