‘মমতাকে খুশি করতে চাইছেন শান্তিপুরের বিডিও’, বিস্ফোরক দাবি শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধি, নদীয়া – ভোটে জিততে ভুতুরে ভোটার রাজ্যে ঢোকাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার তৃণমূলের মেগা বৈঠক থেকে এমন অভিযোগই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ভোটার লিস্ট পরিষ্কার করতে পথে নেমেছেন তৃণমূল নেতারা। এই আবহে নদিয়ার শান্তিপুরের বিডিও একটি সর্বদলীয় সভা ডাকেন। তাকে কেন্দ্র করে পালটা আক্রমণ হানলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ আগামী ৫ মার্চ একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বাম, বিজেপি, কংগ্রেস-সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই সেই বৈঠকে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ওই বৈঠকেই প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের নির্বাচনী বুথ এজেন্টদের তালিকা বিডিও অফিসে জমা দেবেন। এবং এলাকার মৃত বা অন্যত্র চলে যাওয়া ভোটারদের সম্পর্কেও তথ্য সরবরাহ করবেন। শুভেন্দুর অভিযোগ শান্তিপুরের বিডিও-এর এই ধরনের কোনও বৈঠক ডাকার অধিকার নেই। একমাত্র যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়, বা নির্দেশ দেওয়া হয়, তবেই তিনি এই ধরনের কোনও পদক্ষেপ করতে পারেন, নচেৎ নয়।
সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু বলেন, “বিডিও এই সর্বদলীয় সভা ডেকেছে তার নিজের থেকে, শুধুমাত্র কিছু ব্রাউনি পয়েন্ট স্কোর করতে এবং তার রাজনৈতিক বস মমতা ব্যানার্জিকে প্রভাবিত করার জন্য।
বিডিওকে অবশ্যই মনে রাখতে হবে যে বিধানসভা নির্বাচন ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলেছে, যা ভারতের নির্বাচন কমিশনের অধীনে। এই ক্ষেত্রে তাই বিডিওকে শিখতে হবে যে তার কাজ তার রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিং করা এবং মুখ্যমন্ত্রীর বাতিক ও অভিলাষ বাস্তবায়ন করা নয়।”