'অদক্ষ পুলিশ মন্ত্রী', পাথরপ্রতিমার বিস্ফোরণের ঘটনায় মমতাকে নিশানা শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সোমবার পাথরপ্রতিমার ঢোলাহাটে বাড়িতে মজুত বাজি বিস্ফোরণে মৃত্যু হয়েছে একই পরিবারের ৮ জনের। এই বিস্ফোরণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিশানা দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'ঢোলাহাটের ঘটনাই রাজ্যে প্রথম নয়, বেআইনি বাজি বিস্ফোরণে বাংলার তালিকাটা দীর্ঘ। এইসব অদক্ষ পুলিশ মন্ত্রীর অদক্ষতার ফল'।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, "২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ৪ জনের মৃত্যুর ঘটনায় ২ মাসেরও কম সময়ের মধ্যেই ফের আরও একটি বিস্ফোরণের ঘটনা। ভূপতিনগর, এগরা, বজবজ, কল্যাণী। তালিকাটা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। রাজ্যের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার আগে আরও কত দুর্ঘটনা ঘটবে? আগামী কালই সম্ভবত নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। মানুষ আজকের এই ঘটনাটি ভুলে যাবে যতক্ষণ না পরবর্তী দুর্ঘটনা ঘটছে। বাংলায় কেন বারে বারে এই একই ধরণের ঘটনা ঘটছে তার কোনও জবাব নেই পুলিশ প্রশাসনের কাছে। বারে বারে একই ঘটনার জন্য 'অদক্ষ পুলিশ মন্ত্রী' মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।"
অপরদিকে পাথরপ্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ নিয়ে একই ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার রাজারহাটের নিউটাউনে প্রাতঃভ্রমণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, "যতবার বিস্ফোরণ হয় ততবার প্রশ্ন ওঠে বাজি না অন্য কিছু। নৈহাটিতে বিস্ফোরণ হয়েছিল। গঙ্গার অপর প্রান্তের হুগলির কাচ ভেঙে গিয়েছিল। আমি নিজে পিংলা গিয়েছি। বর্ধমান গিয়েছি। আমি এগরাতে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। শেষ পর্যন্ত কতজন গ্রেফতার হয়? কতজন সাজা পায়? কেউ জানে না। কোনও ক্রিয়া প্রতিক্রিয়া নেই।"
দিলীপ ঘোষ আরও বলেন, "কিছুদিনের মধ্যে মানুষ ভুলে যায়। কিছু গরীব মানুষ যারা এইসব কারখানায় কাজ করেন তাঁরা নিজেরাও অনেকসময় জানেন না কী বানাচ্ছেন। আদৌ এই সরকার চিন্তিত? এটা অন্তর্ঘাত কিনা কোনওদিন কেউ ভেবে দেখেছে? কোথায় তৈরি হচ্ছে? কোথায় যাচ্ছে? আগে আমরা শুনেছিলাম এই রাজ্যে তৈরি জিনিস অন্য রাজ্যে যেমন ঝাড়খণ্ড, ওড়িশা যাচ্ছে। এমনকি বাংলাদেশেও যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো কখনও আলোচনা করেন না। উনি শুধু হিন্দু মুসলমান করেন। মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে উনি কিছু বলেন না। করেন না।"