কাঁথিতে সনাতনী সমাজের মিছিল থেকে বাংলাদেশীদের হুঁশিয়ারি শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - ভারত বিদ্বেষী হিংসায় জ্বলছে বাংলাদেশ। ইউনুস সরকারের প্ররোচনায় বাড়ছে মৌলবাদীদের প্রভাব। যার জেরে গোটা দেশ জুড়ে চলছে হিন্দুদের উপর অত্যাচার। এরই প্রতিবাদে কাঁথিতে সনাতনী সমাজের মিছিল করে সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
রবিবার সনাতনী সমাজের মিছিল থেকে শুভেন্দু বলেন, "'অর্বাচীনরা ঢাকায় দাঁড়িয়ে বলছে কলকাতা দখল করবে, ওই লোকগুলো কোনও স্কুল-কলেজে পড়েছে বলে জানা নেই আমার। বিজ্ঞানের ন্যূনতম ধ্যান-ধারণা আছে বলে জানা নেই। কোন কলেজে পড়েছেন তাঁরা? হাসিমারা নৌঘাঁটিতে যে বিমান রাখা আছে, একটা পাঠালেই মুখ শুকিয়ে যাবে। ভারতের ক্ষমতা রাশিয়া, আমেরিকা জানে। বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে। বাংলাদেশে মৌলবাদীদের অবস্থা পাকিস্তানের মতন হবে। বাংলাদেশে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আশা ভারত কঠিন ও কঠোরতম ব্যবস্থা নেবে। বাংলাদেশ যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে, সেই ভাষায় কথা বলা হবে।"
ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে ঢাকা প্রেস ক্লাবের সামনে নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দেন বিএনপি নেতা রুহুল রিজভি। কাঁথিতে সনাতনীদের মিছিল থেকেই বাংলাদেশের বিএনপি নেতাকে জবাব দেন শুভেন্দু অধিকারী। ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন," কে একটা বেয়াদপ আছে, বউয়ের শাড়ি পোড়াচ্ছিল। ওই রিজভিকে বলব, তুমি কয়েকমাসে আগে ভারতে এসে হার্টে একটা রিং পরে গেছ। ওই রিংটা খুলে দাও, তারপর বউয়ের শাড়ি পুড়িও।"