'পেটে আগুন জ্বলছে', শিক্ষক বিদ্রোহে উত্তপ্ত শিলিগুড়ি, দিনাজপুর
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ চাকরি হারানো প্রার্থীদের আন্দোলন ধীরে ধীরে জোরদার হচ্ছে গোটা রাজ্যে। বুধবার সেই আন্দোলনেরই প্রতিফলন দেখা গেল শিলিগুড়িতে। সকালে থেকে বাঘাযতীন পার্কে জমায়েত হন আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল করে তাঁরা পৌঁছান ভেনাস মোড়ে। মোড়ের উপর মানববন্ধন গড়ে তোলেন এবং রাস্তা অবরোধ করেন। এর জেরে কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ ওই মোড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সূত্রের খবর, বুধবার ভেনাস মোড় থেকে মিছিল এগিয়ে যায় ডিআই অফিসের দিকে। সেখানে পৌঁছে আন্দোলনকারীরা অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। "এটা ন্যায়ের লড়াই,"—স্লোগানে গর্জে ওঠেন তাঁরা। মিছিল থেকে চাকরিহারাদের দাবি তাঁরা পরীক্ষায় পাশ করেও চাকরি থেকে বঞ্চিত। যোগ্য প্রার্থীদের পুনঃনিয়োগের দাবিতেই এই আন্দোলন। তাদের হুঁশিয়ারি—চাকরি না ফিরলে আন্দোলন আরও তীব্র হবে। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই মোতায়েন ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল বাহিনী। মিছিল ঢুকতে বাধা দিলে ডিআই অফিসের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। ডিআই অফিসের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান শিক্ষকরা।
একই ছবি দেখা যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। বালুরঘাটেও ডিআই-কে অফিসে ঢুকতে বাধা দেন চাকরিহারারা। চাকরিহারাদের অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিল করে ডিআই অফিসের দিকে এগোতে থাকেন চাকরিহারারা। পুলিশ মিছিল আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
ডিআই-এর উদ্দেশে এক চাকরিহারা বলেন, “দুবছর আগে আমরা পিপিই মডেল চেয়েছিলাম। যেখানে দেখেছিলাম, শিক্ষাকে বেসরকারিকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।” আরেক চাকরিহারা বলেন, “আপনার কোনও দোষ নেই, কিন্তু ১৫ বছর পর আবার আপনাকে বলা হল পরীক্ষা দিতে, বুকে হাতে দিয়ে বলুন তো আপনারা পারবেন?”