News details

image

Rabi Mondal / 30 November, 2024

বিধানসভায় শপথ গ্রহণ ৬ বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সোমবার উপনির্বাচনের পর সদ্য প্রাপ্ত ৬ বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিধানসভায়। শপথ পড়াবেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয়ে নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছেন বোস। ওইদিন বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও।

 

২৩ নভেম্বর ফল প্রকাশ হয়েছে উপনির্বাচনের। ছয় বিধানসভা কেন্দ্র দখল করেছে তৃণমূল। শীতকালীন অধিবেশনেই বিধানসভায় শপথ গ্রহণ হবে নতুন বিধায়কদের। আগামী সোমবার বেলা ১১টা নাগাদ ছয় বিধায়কের শপথ হবে। আর এবার শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

 

অতীতে বিধায়কদের শপথ নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে সেই দ্বন্দ্ব মিটেছে বলেই খবর। ২৩ নভেম্বর ছয় বিধানসভা কেন্দ্রের ফলপ্রকাশের পরই শপথ সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। শুক্রবার রাজভবনের তরফে ইতিবাচক বার্তা পাঠানো হয়েছে।