image

রাজ্য / 02 December, 2024

বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ৬ নবনির্বাচিত বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান উপনির্বাচনে জয়ী ৬ তৃণমূল বিধায়কের ৷ সোমবার তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 

 

সোমবার প্রথমে শপথ গ্রহণ করেন সিতাইয়ে জয়ী সঙ্গীতা রায়। তারপর একে একে শপথ নেন জয়প্রকাশ টোপ্পো, রবিউল ইসলাম, সনৎ দে, সুজয় হাজরা, ফাল্গুনী সিংহবাবু ৷ গত 13 নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় । মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া । ছয়টি আসনেই জয়ী হয় তৃণমূল শিবির।

 

এর আগে বারবার শপথ গ্রহণ অনুষ্ঠানে সংঘাত দেখা গেছে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে ৷ কিন্তু এদিন সেরকম কোনো অবস্থা দেখা যায়নি বিধানসভায়। এদিন শপথ বাক্য পাঠ করানোর জন্য পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস । দীর্ঘদিন বাদে আরও একবার বিধানসভায় মুখোমুখি হলেন স্পিকার, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। এদিন বিধানসভায় রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics