ইউনূসের বিরুদ্ধে স্লোগান, ঢাকায় প্রতিবাদ মিছিল আওয়ামি লীগের
নিজস্ব প্রতিনিধি, ঢাকা – বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠল আওয়ামি লীগের সমর্থকরা। ঢাকায় আওয়ামি লীগের প্রতিবাদ মিছিলে সামিল হল ছাত্র-যুবরাও। এরপর প্রশ্ন উঠছে, তাহলে কি শেখ হাসিনার প্রতি সমর্থন বাড়ছে বাংলাদেশে?
সূত্রের খবর, শুক্রবার সকালে ঢাকার ধানমুন্ডিতে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে আওয়ামি লীগ। মিছিলে স্লোগান ওঠে, ‘ইউনূসের অবৈধ সরকার মানছি না, মানবো না’। এমনকি শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমর্থনেও স্লোগান দেন তাঁরা।
গত আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপরই দেশ ছাড়েন মুজিব কন্যা। তারপর থেকেই আওয়ামি লীগের সদর দফতরে হামলা, আগুন লাগিয়ে দেওয়াও অভিযোগ ওঠে। হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপর হামলা বেড়ে যায় বাংলাদেশে।