News details

image

Rabi Mondal / 11 December, 2024

ব্যর্থ স্মৃতি মান্ধানার লড়াই, অজিদের কাছে ধরাশায়ী হরমনপ্রীতরা

নিজস্ব প্রতিনিধি, পারথ – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ধরাশায়ী ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে স্মৃতি মান্ধানার লড়াই কাজে এল না। ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হতে গেলেন হরমনপ্রীতরা।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৯৫ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৯ টি চার ও ৪ টি ছয় দিয়ে।

অ্যাশলে গার্ডনার ৬৪ বলে ৫০ রান স্কোরবোর্ডে যোগ করেন। ভারতের হয়ে অরুন্ধতী রেড্ডি ৪ টি ও দীপ্তি শর্মা ১ টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২১৫ রান তুলে অলআউট হয়ে যায় ভারত। স্মৃতি মান্ধানা একাই ১০৯ বলে ১০৫ রানের দাপুটে ইনিংস খেলেন। হরলিন দেওয়ালের অবদান ৩৯(৬৪) রান। অজিদের হয়ে অ্যাশলে গার্ডনার সর্বাধিক ৫ উইকেট নেন।